চাঞ্চল্যকর শিশু তুহিন হত্যাকান্ড মামলার আদালতে অভিযোগপত্র দাখিল

 

 

দিরাই প্রতিনিধি ঃ  সুনামগঞ্জের দিরাইয়ে সাড়ে ৫ বছর বয়সী শিশু তুহিন হত্যা মামলায় সুনামগঞ্জ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসপি মো. মিজানুর রহমান বিষয়টি জানিয়েছেন। মামলার এজাহারভূক্ত  নির্মম হত্যাকান্ডের শিকার শিশু তুহিনের পিতা আব্দুল বাছির,তিন  চাচা আব্দুল মছব্বির, জমশেদ আলী, নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহারিয়াকে আসামী করেই দুই মাস ১৫ দিনের মাথায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। পিতা আব্দুল বাছিরকে  ৫ দিন ও দুই চাচাকে ৩ দিনের রিমান্ডে নেয় দিরাই থানা পুলিশ। এসপি মো. মিজানুর রহমান বলেন, আলোচিত হত্যা কান্ডের বিষয়ে শিশু তুহিনের মা মনিরা বেগম বাদি হয়ে গভীর রাতে তার ছেলেকে কে বা কাহারা ঘর থেকে বাহির করে নিয়ে হত্যা করেছে বলে এমনই একটি অভিযোগ দাখিল করেছিল। তুহিন যেহেতু তার পিতার সাথে ঘুমিয়ে ছিল,গভীর রাতে দীর্ঘ সময় ব্যয় করে তাকে নিশংসভাবে হত্যা করে কান ও পুরুষাঙ্গ কেটে গাছের সাথে ঝুলিয়ে রাখে হত্যাকারীরা। শিশু তুহিনের পেটে দুটি ছুরিবিদ্ধ ছিল। আমরা বিষয়গুলি বিবেচনায় নিয়েছিলাম, আমাদের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তুহিনের চাচা নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহারিয়া নিজেরাই হত্যাকান্ডটির সাথে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক  জবানবন্দি দেয়।দীর্ঘ তদন্ত শেষে ও বিভিন্ন আলামতের ভিত্তিতে আমরা তুহিনের পিতা আব্দুল বাছির,তিন  চাচা আব্দুল মছব্বির, জমশেদ আলী, নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহারিয়ারের বিরোদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছি। শাহারিয়ারের বয়স ১৮ বছরের কম হওয়ায় পৃথকভাবে শিশু আদালতে অভিযোগপত্র দিয়েছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত  সুপার মিজানুর রহমান,হায়াতুল  নবী, আবু তারেক, দিরাই থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম।