দিরাই’র শরীফপুরে প্রতিপক্ষের বাড়িতে নারকীয় হামলা ভাংচুর অগ্নিসংযোগ!  আহত ৩০ আটক ৭

 

দিরাই প্রতিনিধি ঃ-সুনামগঞ্জের দিরাইয়ের শরীফপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ৩০/৩৫ টি বাড়িতে হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগসহ তান্ডললীলা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে শরীফপুর গ্রামের বাদল মিয়ার পক্ষের লোকজনের বাড়িঘরে এসব বর্বোচিত নারকীয় তান্ডব চালায় গ্রামের প্রতিপক্ষ সাদ মিয়ার লোকজন। দুই মহিলার কথাকাটির সুত্র ধরে দেশীয় অস্ত্র নিয়ে শতাধিক হামলাকারীরা তান্ডব চালানোর সময় বাদল মিয়ার ও তার পক্ষের অন্তত দশটি বসত ঘরে অগ্নিসংযোগ করে মটর সাইকেল, মাড়াইকল, খড়ের গম্বুজ,ফ্রিজ টিভি কাট পালংসহ আসবাবপত্র জ্বালিয়ে দেয়। তাদেরকে বাধা দিতে গিয়ে মুক্তিযোদ্ধার স্ত্রীসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । এর মধ্যে মুক্তিযুদ্ধা সব্দুল কাহারের স্ত্রী ফুলনেহার ও গিয়াসউদ্দিনের ছেলে রাসেলের অবস্থা অাশংকাজনক জানিয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ বিদ্যুৎ রঞ্জন দাস বলেন আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেছেন। খবর পেয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীফপুর গ্রামের দুই পক্ষে দীর্ঘদিন ধরে বিরোধিতা চলছে। আগের দিন দুইজন মহিলার ঝগড়াকে কেন্দ্র করে ছাদ মিয়ার পক্ষে গ্রামের লোকজন একত্রিত হয়ে বাদল মিয়ার পক্ষের ৩৫ টি বাড়িতে ও একটি দোকানে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ করে । সরেজমিনে দেখা যায় হামলাকারীরা গ্রামে বিচ্ছিন্নভাবে থাকা প্রতিপক্ষের বাড়িতে দলবদ্ধভাবে সুপরিকল্পিত উপায়ে তান্ডব করে প্রতিটি কাচা পাকা বসতবাড়ির দরজা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে যাবতীয় মালামাল ভাংচুর করে। বাদল মিয়ার দালান বাড়িতে একপাশে কয়েকটি কক্ষের অাসবাবপত্রে অগ্নি সংযোগ করে।বাড়ির উঠানে নিয়ে একটি মোটরসাইকেল ও ফ্রিজে আগুন দিয়ে জালিয়ে দেয়। পাশের দুইটি বাড়িতে দুটি খড়ের গম্বুজ ও একটি মাড়াইকল জালিয়ে দেয়া আগুন নেভানোর চেষ্টা করছে পুলিশ ও স্থানীয় উৎসোক জনতা। একাধিক মহিলা জানান তাদের কয়েকটি গরু নিয়ে গেছে মামলার বিষয়ে বাদল মিয়া বলেন প্রতিপক্ষ সাদ মিয়ার নেতৃত্বে শতাধিক লোক আমাদের ৩৫ টি বাড়িতে হামলা ভাংচুর লুটপাট চালিয়েছে। আমার বাড়ি সহ আমাদের দশটি বসতঘরে অাগুন দিয়ে সব জালিয়ে দিয়েছে। প্রতিটি বসতবাড়ি লুটপাট করে নিয়ে গেছে।তাদের হামলা থেকে মুক্তিযোদ্ধার স্ত্রী ও রেহাই পাননি। মোবাইল ফোনে জানতে চাইলে সাদ মিয়া জানান আগের দিন বাদল মিয়ার লোকজন আমাদের কয়েকজনের বাড়িতে হামলা করে। এর জের ধরে মুলত সারা গ্রামবাসী মিলেই এ হামলাটি চালিয়েছেন।কিন্তু মানুষ আমার নামটিই বলতেছে। তিনি বলেন দুই পক্ষে মারামারি হয়েছে। অথচ পুলিশ আমাদের বাড়িতে তল্লাশি করে ১৫ জনকে ধরে নিয়ে গেছে। তাদের কাউকে নেয়নি আমাদের কোন কথা শুনেনি। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শরীফপুর গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে।