দিরাইয়ের বন্দুক যুদ্ধের মামলায় ৩ আসামী গ্রেপ্তার

দিরাই প্রতিনিধি ঃ- সুনামগঞ্জের দিরাই উপজেলার রায়বাঙ্গালী গ্রামের দুপক্ষের বন্দুক যুদ্ধের ঘটনায় দায়েরকৃত মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় রায়বাঙ্গালী গ্রামে অভিযান চালিয়ে এস,আই গোলাম মোর্শেদ ফাত্তাহ চৌধুরীর নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলো একাধিক মামলার আসামি রায়বাঙ্গালী মৃত আলীম উল্লাহর ছেলে ময়জুল হক, আব্দুল মালিকের পুত্র মসাহিদ মিয়া, মৃত ছমেদ উল্লাহর পুত্র কলম উল্লাহ। রোববার গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে,এবং ৫ দিনের দিনের রিমান্ড চেয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পুলিশ সূত্রে জানা যায়  দিরাই উপজেলার রায়বাঙ্গালী গ্রামের আব্দুল মালিক- ইউপি সদস্য মনু মিয়া ও জাহির আলী, বোরহান মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে  বিরোধ চলে আসছে, এরই জের ধরে গত বুধবার দুপক্ষ বন্দুক যুদ্ধে লিপ্ত হলে উভয় পক্ষের ১২জন গুলিবিদ্ধ হয়। অভিযোগ রয়েছে দুপক্ষই অবৈধ আগ্নে অস্ত্র দিয়ে গুলাগুলি করে। এরপর মনু মিয়া বাদি হয়ে প্রতিপক্ষের ৩০ জন অপর পক্ষে শেখ মিলন মিয়া বাদি হয়ে ৩১ জনের  বিরোদ্ধে থানায় পাল্টা পাল্টি মামলা করেন। সংঘর্ষের দিন শেখ জাহির আলীর পক্ষের দুইজনকে আটক করে পুলিশ। দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান,গ্রেফতার ৩ আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।