দিরাইয়ে দুই সপ্তাহে বেপরোয়া মটর সাইকেলে প্রাণ হারালো ৪ যুবক

নিজস্ব প্রতিবেদক দিশা ডটকম ঃ- সুনামগঞ্জের দিরাইয়ে দুই সপ্তাহে ব্যবধানে বেপরোয়া মটর সাইকেলে চালিয়ে প্রাণ হারালো ৪ যুবক । সচেতন মহলে বাড়ছে উদ্বেগ উৎকন্ঠা।দিরাইয়ে উঠতি বয়সের ছেলেদের বেপরোয়া গতিতে মটর সাইকেল চালানোর কারনে বৃদ্ধি পেয়েছে সড়ক দূর্ঘটনা। যুবকদের তরতাজা রক্তে লাল হচ্ছে  পিচঢালা কালো সড়ক। সড়কে পড়ে থাকা একজনের রক্ত শুকাতে না শুকাতেই ঝড়ছে আরেক জনের রক্ত। গেল দুই সপ্তাহ পূর্বে দিরাই মদনপুর সড়কের সুজানগর নামক স্থানে নাগেরগাও গ্রামের নববিাহিত প্রবাসী যুবকসহ দুই জন বেপরোয়া মটর সাইকেল চালিয়ে পিকআপের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায়। ৩ দিন আগে জগন্নাথপুর – রানীগঞ্জ সড়কে একইভাবে বেপরোয়া গতির মটর সাইকেল গাছের সাথে ধাক্কা খেয়ে দুইজন গুরুতর আহত হয়। এঘটনায় দিরাই উপজেলার নাচনী গ্রামের হিমু(১৭) নামের কিশোর সোমবার রাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।। খোঁজ নিয়ে জানা যায় একের পর এক মটর সাইকেল দর্ূূঘটনায় হতাহত সবাই ছিল হেলমেট বিহীন।  মঙ্গলবার আবারো দিরাই-মদনপুর সড়কে বেপরোয়া গতিতে মটর সাইকেল চালিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ১ জন নিহত ও ২ আরোহী গুরুতর আহত হয়েছে। নিহত রায়হান (২০)  উপজেলার শরীফপুর গ্রামের আকবর আলীর পুত্র। গুরুতর আহত একই গ্রামের সুন্দর আলীর পুত্র সোহাগ  (২০) ও নজরুল মিয়ার পুত্র পারভেজ  (২০) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় দিরাই-মদনপুর সড়কের শরীফপুরে এ হতাহতের ঘটনাটি ঘটে।

দিরাই থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রায়হান দুই বন্ধুকে নিয়ে তার নিজের মোটর সাইকেলযোগে শরীফপুর থেকে দিরাই বাজারে আসার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ৩ জন রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা আহত তিন জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত  ঘোষনা করেন। এবং আশংকাজনক অবস্থায় সোহাগ ও পারভেজকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দিরাই থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।