দিরাইয়ে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ, নতুন শনাক্ত ৩

প্রশান্ত সাগর দাসঃ সুনামগঞ্জেের  দিরাইয়ে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। অতীতে সুনামগঞ্জের অন্যান্য উপজেলার তুলনায় এ উপজেলায় করোনা সংক্রমণ কম থাকলেও বর্তমানে হু-হু করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। সর্বশেষ মঙ্গলবার এ উপজেলায় নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

১৬ জুন রাত ১২টা পর দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নতুন শনাক্তদের তথ্য জানানো হয়েছে।

আক্রান্তরা হলেন- রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্বজন সভাপতি ও স্বজন এর যুগ্ম আহবায়ক উপজেলার তাড়ল ইউনিয়নের বুরহানপুর গ্রামের শাহজাহান সাজু, দিরাই বাজারের দিরাই ফার্মার স্বত্বাধিকারী মতিউর রহমানের ছেলে মো. তানভীর, পৌরসভাস্থ দাউদ পুর গ্রামের বাসিন্দা সিরাজ মিয়া।

এর আগে গত ১১ জুন দিরাই ফার্মার কর্মচারী নানু দাসসহ ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল।

এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জন। আক্রান্তদের মধ্যে খুব বেশি কোন উপসর্গ পাওয়া না গেলেও শংকা আর হতাশায় বিপন্ন মানুষ। এরমধ্যে ৭ জন করোনা মুক্ত হয়ে সুস্থ আছেন।