দিরাইয়ে বন্যার পানিতে তলিয়ে গেছে ৬ শতাধিক ঘর-বাড়ী

দিরাই প্রতিনিধি : দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন, একটি পৌরসভার নিচু এলাকার প্রায় ৬ শতাধিক ঘর-বাড়ী এবং কিছু পাকা ও আধা পাকা রাস্তা বন্যার পানিতে তলিয়ে গেছে। উপজেলার কালনী নদীর পানি বিপদ সীমার ৯৮ সে. মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দুয়েকদিনের মধ্যে অধিকাংশ গ্রাম পানিতে তলিয়ে যাবে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দিরাই উপজেলা কর্মকর্তারা। রবিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এমন তথ্য জানানো হয়। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউএনও (ভারপ্রাপ্ত) বিশ^জিৎ দেব’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহীন আলম, শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল হালিম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, পাউবো কর্মকর্তা রিপন আলী, ইউপি চেয়ারম্যান রেজুয়ান খান, এহসান চৌধুরী, শিবলী আ্হমেদ বেগ, মুজিবুর রহমান, আব্দুল কুদ্দুস, রতন কুমার তালুকদার প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ^জিৎ দেব জানান, উপজেলা সদরের কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সকল ইউনিয়নের খবর নেয়া হচ্ছে। প্রায় ৬ শতাধিক বাড়ী-ঘর পানির নিচে তলিয়ে গেছে।