দিরাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

 

দিরাই অফিসঃ ’’জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছরঃ প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন” এই স্লোগানে মুখরিত হয়ে দিরাই উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে বেসরকারী অলাভজনক সংস্থা সীমান্তিক সোস্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) ও ইউএসএআইডি এর আর্থিক ও কারীগরী সহযোগিতায় পরিবার পরিকল্পনা বিভাগের সাথে সম্পৃক্ত হয়ে দিবসটি যথাযত মর্যাদায় উদযাপন করে।দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় দিরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলেচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি দিরাই উপজেলার পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলেচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিরাই পৌর মেয়র মোশারফ মিয়া,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোহন চৌধুরী,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা,চরনারচর ইউনিয়ন চেয়ারম্যান রতন কুমার দাস, ডাঃ বিবেকানন্দ তালুকদার,এইউএফপ্ওি সামছুদ্দিন খাঁন,সীমান্তিক জেলা টিম লিডার মোঃ নুরুল আমীন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম চৌধুরী বলেন জনসংখ্যা নিয়ন্ত্রন এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। এ সময় পরিবার পরিকল্পনা মাওশিশু স্বাস্থ কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য সীমান্তিককে উপজেলার শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা নির্বাচিত করা হয়।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি গন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ।এছাড়া ও সীমান্তিকের উদ্যোগে জামালগঞ্জ,ছাতক ও বিশ্বম্ভরপুর উপজেলা সমূহে জনসংখ্যা দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।