পিইসিই’তে টেলেন্টপুল বৃত্তি পেয়েছে সেজু

নিজস্ব প্রতিনিধি-
২০১৯ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সুনামগঞ্জের শাল্লায় জিপিএ-৫ সহ ১ম স্থান লাভ করেছে কৌশিকীচাঁদ সেজু। গত ২৫ ফেবুয়ারী ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তির ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে সেজু মেধাক্রমে বৃত্তি প্রাপ্ত হয়েছে। সে উপজেলা সদরের শাল্লা কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ গ্রহণ করে এ ফলাফল অর্জন করে। বর্তমানে সে গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।
সেজু’র বাড়ি উপজেলার হবিবপুর ইউনিয়নের সাউধেশ্রী গ্রামে। তার পিতা সুদীপ্ত কুমার দাস ও মাতা কাজল রাণী দাস উভয়ই স্কুল শিক্ষক। উল্লেখ্য, সেজু হবিবপুর ইউপি’র সাবেক দু’বারের চেয়ারম্যান সোমচাঁদ দাসের ছেলের দিকের নাতনী।
সেজু বড় হয়ে জনপ্রশাসন বিভাগে ক্যাডার হতে আগ্রহী। তাই সেজু সকলের কাছে আশির্বাদ কামনা করছে।
অন্যদিকে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, সেজু ২০১৯ ইং সালে অনুষ্ঠিত পিইসিই পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় ৩য় স্থান লাভ করে।
সেজুর ফলাফলে উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ বলেন, মেয়েটি অত্যন্ত মেধাবী। আমি তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।