যারা ফরমালিন দিচ্ছে, তারা গণহত্যা করছে: শাবিতে রাষ্ট্রপতি

শাবি প্রতিনিধি :: শাকসবজি, ফলমূলসহ খাদ্যপণ্যে যারা ফরমালিন ও কেমিক্যাল দিচ্ছে, তারা গণহত্যা করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সমাবর্তনে প্রথমে লিখিত বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। পরে তিনি বলেন, ‘সব জায়গায় এখন শুধু চীনের কমলা পাওয়া যায়। যা দেশে আনতে আড়াই মাস লাগে। এসবে ফরমালিন দেওয়া থাকে। শুধু ফলমূল না শাকসবজি, মাছ, মাংস সবকিছুতেই ফরমালিন। এসব খাওয়ার ফলে দেশে ক্যান্সারের রোগী প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ২০/৩০ বছর আগেও এত ক্যান্সারের রোগীর কথা শুনতাম না। বেশি লাভবান হওয়ার জন্য যারা ফরমালিন ও কেমিক্যাল দিচ্ছে তারা গণহত্যা করছে।’

রাষ্ট্রপতি বলেন, যারা ফরমালিন ও কেমিক্যাল দিচ্ছে, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার এবং সরকারেরও ব্যবস্থা নেওয়া দরকার।

শাবির সমাবর্তনে ২০০০-০১ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষের ৬৭৫০ জন গ্র্যাজুয়েটের ডিগ্রি প্রদান করেন রাষ্ট্রপতি। সমাবর্তন বক্তা ছিলেন কথাসাহিত্যিক ও ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।