লন্ডন প্রবাসীর বাড়ীতে লুটপাট উপজেলা আ’লীগের সহ-সভাপতির বিরোদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, দিশা ডটকম ঃ-সুনামগঞ্জের দিরাইয়ের পল্লীতে এক লন্ডন প্রবাসীর বাড়ীতে হামালা ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের মীর হোসাইন এর বাড়িতে ৩০ আগষ্ট দিনে দুপুরে এ ঘটনাটি হয়। তিনি বর্তমানে লন্ডন বসবাস করছেন। দিরাই উপজেলা আওয়ামীলীগের সহসভাপতির ফখর উদ্দিনের নেৃতৃত্বে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির কেয়ারটেকার জুয়েল মিয়া বাদী হয়ে ফখর উদ্দিনসহ ১৭ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন। সি,আর মামলা নং ৭০/২০২০। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের বাসিন্দা মীর হোসাইন লন্ডনে বসবাস করেন। প্রবাসে স্বপরিবারে বসবাস করলেও প্রায় প্রতি বছরই তিনি গ্রামের বাড়ীতে ছুটে আসেন। এমনকি নিজের কৃষি জমিতে লোকদের দিয়ে ধান ও আবাদ করান। গত কিছুদিন ধরে পাশর্^বর্তী কলিয়ারকাপনের বাসিন্দা দিরাই উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফখর উদ্দিনের দৃষ্টি পড়ে প্রবাসীর সম্পত্তির উপর। কোনো ধরনের কারণ ছাড়াই গেল ৩০ আগষ্ট দিনে দুপুরে ফখর উদ্দিনের নেতৃত্বে তার বাহিনী নিয়ে মীর হোসাইনের বাড়ীতে হামালা চালায়। এসময় তারা প্রাবাসীর ঘরে রক্ষিত প্রায় সাড়ে ৫শ মন ধান, ফ্রীজ, জেনারেটর, পানির পাম্প, পাওয়ার টিলারসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষনিক দিরাই থানায় জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এরপর লন্ডন থেকে প্রবাসী মীর হোসাইন পুলিশের উচ্চ পর্যায়ে অবগত করলে উচ্চ পর্যায়ের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ গিয়ে প্রবাসীর চাচাতো ভাই ও কেয়ারটেকার জুয়েল মিয়াকে সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করে দিলেও লুটপাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। দিনে দুপুরে এমন ঘটনায় এলাকার লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাড়ির কেয়ারটেকার জুয়েল মিয়া বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। সি,আর মামলা নং ৭০/২০২০। আদালত ঘটনার তদন্ত করে প্রতিবেদন দিতে জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে দিরাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফখর উদ্দিন অস্বীকার করে বলেন, এঘটনার সাথে আমার কোন সম্পর্ক নেই। বিষয়টি তাদের পারিবারিক। আমাকে অহেতুক দুষারোপ করা হচ্ছে। প্রবাসী মীর হোসাইন ঘটনার তদন্ত করে লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের নিকট দাবী জানিয়ে বলেন, লন্ডনে পরিবার-পরিজন নিয়ে বসবাস করলেও নাড়ীর টানে গ্রামে বাড়ীতে ছুটে যাই। কিন্তু এই ঘটনায় আমি উদ্বিগ্ন। তিনি এজন্যে প্রশাসনসহ প্রধামন্ত্রীর দৃষ্টি কামনা করেন।