সুনামগঞ্জে সর্বদলীয় সংবাদ সম্মেলন : ফসলরক্ষা বাঁধের টাকা লুটেপুটে খাচ্ছে পিআইসি, নেপথ্যে প্রভাবশালীরা

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ হাওর বাওর বেষ্টিত একটি জেলা। এখানকার আদি পেশা কৃষি। কৃষিকে কেন্দ্র করে জীবন জীবিকা নির্বাহ করতে হয়। কৃষি ধ্বংস হলে সুনামগঞ্জ ধ্বংস হবে। কৃষি অর্থনীতি বাঁচাতে জেলায় প্রতিবার হাওররক্ষা বাঁধে সরকার টাকা বরাদ্দ দেয়। কিন্তু এ টাকা লুটে পুটে খায় বাাঁধের সাথে কাগজে কলমে জড়িত পিআইসি এবং নেপথ্যে কলকাঠি নাড়েন প্রভাবশালীরা। নীতিমালা ভঙ্গ করে পিআইসি কমিটি করায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে। সঠিক সময়ে কাজ শুরু না করায় সঠিক সময়ে কাজ শেষ না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এখনো কিছু ক্লোজার ও বাঁধ রয়েছে যা শুরুই হয়নি ফলে আগাম বন্যায় ফসল ডুবির ঘটনা ঘটতে পারে। বক্তারা নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করার দাবি জানান।

মঙ্গলবার সকালে রিপোর্টাস ইউনিটির কার্যালয়ে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সংগঠনের সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ এর উপদেষ্টা জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। লিখিত বক্তব্য পাঠ করেন সর্বদলীয় স¤প্রীতি উদ্যোগ এর সমন্বয়কারী মিসবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ দৌলা, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, তাহিরপুর উপজেলা জাতীয় পার্টি সভাপতি নজির উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মহরম আলী, জগন্নাথপুর উপজেলা বিএনপি সহ সভাপতি জিয়াউর রহীম শাহীন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা সুজনের সভাপতি শেখ এটিএম আজরফ, বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ জাতীয় পার্টি সভাপতি হারুন মিয়া, তাহিরপুর উপজেলা সুজনের সভাপতি সাইদুল কিবরিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস ছত্তার প্রমুখ।