আমদানির পরও নিয়ন্ত্রণে আসছে না পেঁয়াজের দাম

বর্তমান সু ডেস্ক:

প্রতিদিনই আসছে আমদানি করা পেঁয়াজ। চট্টগ্রাম বন্দরে দেড়শো কন্টেইনার থেকে খালাস হচ্ছে সাড়ে তিন হাজার মেট্রিক টন পেঁয়াজ। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় নতুন দেশি পেঁয়াজও উঠেছে। তারপরও কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না দাম।
বাজার নিয়ন্ত্রণে মিয়ানমার, তুরস্ক, চীন ও মিসর থেকে আমদানি করা হচ্ছে পেঁয়াজ। বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে সরকারি উদ্যোগে ৪৫ টাকা দরে ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় খোলা বাজারে বিক্রি হচ্ছে।
প্রশাসনসহ বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি বিপণন অধিদফতর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজার তদারকিতে নেমেছে। তবে ব্যবসায়ীদের দাবি, আমদানি করা পেঁয়াজ চাহিদার তুলনায় খুবই কম।