এইচএসসি’তে বাংলাদেশ ফিমেইল একাডেমীর শতভাগ সাফল্য

ইমরান হোসাইন, দিরাই থেকে-

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে বাংলাদেশের একমাত্র এতিম অসহায় মেয়েদের আবাসিক শিক্ষা প্রতিষ্টান বাংলাদেশ ফিমেইল একাডেমীর(বিএফএ) শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। সুনামগঞ্জের দিরাই পৌরসভার সুজানগরে অবস্থিত বাংলাদেশ ফিমেইল একাডেমির অধ্যক্ষ নাজমা বেগম জানান ২৬জন ছাত্রী পরীক্ষা দিয়েছিল। সবাই কৃতকার্য হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষায় দিরাই উপজেলার ফলাফল পর্যালেচানায় দেখা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজে ৯৯.২৫ ভাগ ফলাফল হয়েছে। কলেজের মোট পরীক্ষার্থী ছিল ২শ ৬৭ জন। এরমধ্যে পাশ করেছে ২শ ৬৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৬জন শিক্ষার্থী। দিরাই সরকারি কলেজের ৯শ ৯৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৭শ ৩০জন। পাশের হার ৭৩.১৫ শতাংশ। জগদল মহাবিদ্যালয়ের ১শ ৪০জন পরীক্ষার্থীর মাঝে কৃতকার্য হয়েছে ৯১জন। পাশের হার ৬৫ শতাংশ। সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ থেকে ১শ ৩১জন শিক্ষার্থীর মাঝে উত্তীর্ন হয়েছে ৯৯জন । যার পাশের হার ৭৫.৫৭ শতাংশ।