শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা

ডেস্ক নিউজ:

ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ ভবনসমুহ নিয়মিত পরিষ্কারের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে সৌন্দর্য বর্ধনের জন্য রাখা ফুলের টব নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে। মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে।

সংশ্লিষ্ট কতৃপক্ষ কতৃক ডেঙ্গু প্রতিরোধের উপায় সম্পর্কে নিয়মিত ছাত্রছাত্রীদেরকে জানানোর নির্দেশনাও দেওয়া হয় এতে।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য অভিভাবক সমাবেশের আয়োজন করতে সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতিবার সব জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিশুর অফিসারকে পাঠানো এক নির্দেশে এ কথা জানানো হয়।

মাউশির পরিচালক (প্রশিক্ষণ) প্রফেসর প্রবীর কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এ নির্দেশে দ্রুত এ অভিভাবক সমাবেশ করতে তাগিদ দেওয়া হয়।

এছাড়া সব বিশ্ববিদ্যালয়কে বিষয়টি সম্পর্কে সচেতন করতে ও নিয়মিত ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে অনুরোধ জানানোর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে পৃথক পত্র দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।