ডেঙ্গু কেড়ে নিলো দিরাইয়ের মাদ্রাসা ছাত্র শাহানুরের প্রাণ

নিজস্ব প্রতিবেদক,দিশাডটকম ঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুনামগঞ্জের দিরাইয়ের এক মাদ্রাসা  ছাত্রের মৃত্যু  হয়েছে।তার নাম শাহানুর মিয়া (১৬) শাহানুর। সে  দিরাই উপজেলা সদরের হাজী মাহমদ মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র । শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ -তে সে মারা যায় । শাহানুর সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার সুজানগর গ্রামের মুতালিব মিয়ার ছোট ছেলে। সে কিশোর বয়সেই লেখাপড়ার পাশাপাশি মাদ্রাসা স্কাউট দলের সদস্য হিসেবে বিভিন্ন অনুষ্টানে নিজেকে আদর্শ ছাত্র হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে।তাছাড়া ফুটবল ও ক্রিকেট খেলোয়ার হিসেবে তার আলাদা পরিচিতি ছিলো।

পারিবারিক সূত্রে জানা যায়,কয়েকদিন আগে মাদ্রাসা ছাত্র শাহানুর বোনের বাসায় বেড়াতে রাজধানী ঢাকায় গিয়েছিল । সেখানেই ডেঙ্গুতে আক্রান্ত হয়। ঢাকায় চিকিৎসা নেয়ার পর  বুধবার সকালে সে বাড়ীতে আসে।  শাহানুরের চাচাত ভাই পারভেজ চৌধুরী  জানান, বুধবার সকালে সে বাড়িতে আসলে পরিবারের লোকজন শাহানুরকে প্রথমে দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার  উন্নত চিকিৎসার জন্য সিলেট  এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরন করেন । সেখানে  নিয়ে গেলে চিকিৎসকরা  ঢাকার কাগজপত্র দেখে ভর্তি করে চিকিৎসা দেন। রাতে  তার অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় সিলেট শহরের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে।সেখানে শুক্রবার রাতে সে মারা যায়। মাদ্রাসা ছাত্র শাহানুরের আকস্মিক  মৃত্যুতে পরিবারসহ  শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও সহপাঠিদের মধ্যে শোকের মাতম চলছে।