দিরাইয়ে লবন নিয়ে গুজব কিংবা মুল্যবৃদ্ধি করে বিক্রি করলে কঠোর ব্যবস্থা – ইউএনও’র হুশিয়ারি

স্টাফ রিপোর্টার ঃ দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. শফি উল্লাহ বলেছেন, লবন নিয়ে বিভিন্ন স্থানে উদ্দেশ্যমুলকভাবে গুজব ছড়ানো হচ্ছে। দিরাইয়ে এধরণের গুজব কেউ ছড়ালে কিংবা গুজবে প্রভাবিত হয়ে উপজেলার কোন হাটবাজারে যদি কোন ব্যবসায়ী লবনের মুল্য বৃদ্ধি করে বিক্রি করেন, আর আমরা যদি এবিষয়ে সুনির্দিষ্ট কোন অভিযোগ পাই, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় জেলা প্রশাসক মহোদয় গুজব রটনাকারীদের কোন ছাড় না দিতে নির্দেশনা প্রদান করেছেন জানিয়ে ইউএনও আরও বলেন, আমাদের দেশে প্রচুর লবন উৎপন্ন হয়, নিজেদের চাহিদা মিটিয়ে প্রচুর লবন আমরা রপ্তানি করে থাকি। লবনের কোন সংকট নেই, যা হচ্ছে সবটাই গুজব। স্থানীয় ব্যবসায়ীদের নির্ধারিত মুল্যে লবন বিক্রি ও এক ব্যক্তির নিকট ১ প্যাকেটের বেশী লবন বিক্রয় না করার জন্য আহবান জানিয়েছেন তিনি। এদিকে লবনের মুল্যবৃদ্ধির গুজবে বিশ্বাস করে পৌর এলাকাসহ আশপাশের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ লবন কিনতে সোমবার বিকেল থেকে দিরাই বাজারের বিভিন্ন দোকানে ভিড় জমান। বাজারের ব্যবসায়ীরা প্যাকেটে মুদ্রিত নির্ধারিত মুল্যেই লবন বিক্রি করছেন। ব্যবসায়ী সোহেল বলেন, প্রচুর ক্রেতা লবন কিনতে আসছে, আমি নির্ধারিত মুল্যেই বিক্রি করছি। ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, আজও কোম্পানির সেলসম্যানকে লবনের অর্ডার করেছি, দাম স্বাভাবিক আছে, আমিও স্বাভাবিক দামেই বিক্রি করছি।