আল কোরআন অনুস্মরনে মাধ্যমেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব —মাওলানা দিলাওয়ার

 

দিরাই প্রতিনিধি ঃ-বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন কেন্দ্রিয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার বলেছেন,মানবতার মুক্তির সনদ মহাগ্রন্ত আল কুরাআন ছেড়ে দেওয়ার কারনে মুসলামানরা আজ দেশে দেশে নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আল কুরআনের ঐশি বাণীর শিক্ষা ছাড়া কোন শিক্ষাই পৃথিবীতে শান্তি দিতে পারে না।ইহুদী খ্রিষ্টানদের বড় বড় বিজ্ঞানীরা মহাগ্রন্থ আল কুরআন গবেষণার মাধ্যমে মিজাইল তৈরি করে জঙ্গি বিমানে উপর থেকে বোমা নিক্ষেপ করে মুসলমানদের আক্রমণ করেছে। অথচ মুসলিমরা এই কুরআনের সঠিক জ্ঞান অর্জন না করে তাকে তেলাওয়াতের সাওয়াব আর তাবিজ কবজের কিতাব হিসেবে ব্যবহারে মশগুল রয়েছে। আইয়্যামে জাহেলিয়াতের যুগে মানব জাতি যখন অন্ধকারে নিমজ্জিত ছিল তখন মহান আল্লাহ তায়া’লা মানবতার বন্ধু হযরত মুহাম্মদ ( সা) এর নিকট আল কোরআন নাযিল করে জাতিকে মুক্তির ব্যবস্থা করেছিলেন। বর্তমান অশান্ত পৃথিবীতে একমাত্র আল কোরআনের অনুসরণ অনুকরণের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
মঙ্গলবার দিবাগত রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের আলোচনায় তিনি উপরোক্ত কথগুলো বলেন। শেখ জাহাঙ্গীর আলম ও হাফিজ মিজানুর রহমানের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে আলোচনায় করেন দরগাহপুর মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম খান,মাওলানা সাদিকুর রহমান শায়খে চান্দিপুরী,ধল আশ্রম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমেদ, মাওলানা আশিক উদ্দিন ছাতকি, দিরাই বাজার জামে মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন প্রমূখ।