করোনা: শাল্লার তিনশত বছরের ঐতিহ্যবাহী সোমেশ্বররী মেলা বন্ধ।। চলবে ধর্মীয় উৎসব 

নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া  করোনাভাইরাসের কারণে এবার  শাল্লার তিনশত বছরের ঐতিহ্যবাহী সোমেশ্বরী মেলা বন্ধ ঘোষনা করেছে মেলা পরিচালনা কমিটি ও উপজেলা প্রশাসন।
সোমেশ্বরী মেলা কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তবে লৌকিক দেবী সোমেশ্বরীর পূজা-অর্চনার পালন করা যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।এছাড়া ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত দোকান ছাড়া বাকি সব দোকান নিষিদ্ধ করা হয়েছে এবং আগত পূন্যার্থীদের ব্যাপক জনসমাগম না করতে অনুরোধ করা হয়েছে।
করোনায় কারণে জনসমাগন না করতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। মুলত এই কারণেই মেলায় অধিক মানুষের সমাগম না করতে বলা হয়েছে।
উল্লেখ্য, প্রায় তিন শ বছর ধরে চৈত্র মাসের প্রথম সোমবার হাওর-ভাটির লৌকিক দেবী সোমেশ্বরীকে কেন্দ্র সুনামগঞ্জের প্রত্যন্ত উপজেলা শাল্লায় মিলিত হয় হাজার হাজার মানুষ। তারা দাড়াইন নদী তীরের বাহারা গ্রামে উৎসবে মিলিত হয়ে হিন্দু ধর্ম ও স্থানীয় লোকায়ত সংস্কৃতির আচারাদি পালন করে।