জামিনে কারামুক্ত দিরাই উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি প্রদীপ রায়

 

নিজস্ব প্রতিবেদক, দিশাডটকমঃ  ঃ-
সুনামগঞ্জের দিরাইয়ের আলোচিত রুহেদ হত্যা মামলায় জামিনে কারামুক্তি লাভ করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ রায় জামিনে ক হাতে গ্রেফতার । রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রাজজ আদালতে মামলার বিবাদী পক্ষের আইনজীবিগন জামিনের আবেদন করলে শুনানী শেষে জামিন মঞ্জুরের আদেশ দেন দায়রাজজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন জজকোর্টের অতিরিক্ত পি পি এডভোকেট সোহেল আহমেদ। গেল ২৯ অক্টোবর রাত ১১ টায় সিলেট শহরের মদীনা মার্কেট এলাকা তাকে গ্রেফতার করে র্যাব -৯ এর একটি অাভিযানিক দল। পরে তাকে নিয়ে যাওয়া হয়। রাত ৩ টায় দিরাই থানায় হহস্তান্তর করলে শনিবার সকালে প্রদীপ রায়কে আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করেন রুহেদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালতের বিচারক খালেদ মিয়া দু দিনের পুলিশ রিমান্ডের অাদেশ দেন। দুদিন জিজ্ঞাসাবাদ শেষে তাকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। রোববার দুপুরে রুহেদ হত্যা মামলায় জামিন পেয়ে সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি লাভ করেন। এসময় কারা ফটকে প্রদীপ রায়কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন দলীয় নেতাকর্মীরা।পরে এক মোটর সাইকেল শোভাযাত্রাসহ দিরাইয়ে নিয়ে অাসা হয়। উল্লেখ্য গেল ১৮ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার উদির হাওর জলমহালের দখল নিয়ে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে রুহেদ নামে একজন নিহত হয়। এ ঘটনার পাঁচ দিন পর নিহতের ভাই সুহেদ মিয়া বাদী হয়ে দিরাই থানায় হত্যা

মামলা করেন। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৭৩ জনকে আসামি করা হয়।