ডাঃ রাধারমণ বৈষ্ণবের দেশে আগমণ উপলক্ষে শাল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি-
আমেরিকার ওয়েস্টার্ন রিজার্ভ মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রফেসর ডাঃ রাধারমন বৈষ্ণবের উদ্যোগে দেশের বিভিন্ন হাসপাতালে শাল্লার কর্মরত ডাক্তারদের নিয়ে উপজেলার ভেড়াডহর গ্রামে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়।
বুধবার (২৫ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা রোগীদের ফ্রি চিকিৎসাসেবা দেন বিভিন্ন বিভাগের কমপক্ষে ২০জন চিকিৎসক। এছাড়া ফ্রি চিকিৎসা নেওয়া রোগীদের বিনা মূল্যে ঔষধও বিতরণ করা হয়।
জানা যায়, ডাঃ রাধারমণ বৈষ্ণবের জন্মস্থান উপজেলার ভেড়াডহর গ্রামে। তিনি প্রায় ষাট বছর আগে এমবিবিএস পাস করে সরকারি উদ্যোগে আমেরিকা যান। সেই থেকেই তিনি আমেরিকার নাগরিকত্ব লাভ করেন। দেশের মায়ায় গত ২১ডিসেম্বর ছেলে-মেয়ে ও নাতি-নাতনিকে সঙ্গে নিয়ে জন্মস্থান ভেড়াডহর গ্রামে আসেন। তিনি আগামী ৮জানুয়ারী পর্যন্ত দেশে অবস্থান করবেন।
ডাঃ দেবপ্রসাদ বৈষ্ণবের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের ডাঃ আবুল কালাম চৌধুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ স্বউদ্যোগে অংশ গ্রহণ করেন।