দিরাইয়ে এস এস সি ৯, দাখিল পরীক্ষায় ২ জন অনুপস্থিত

দিরাই প্রতিনিধিঃ- সুনামগঞ্জের দিরাই উপজেলায় এ বছর ৪ টি কেন্দ্রে এসএসসি ও ১ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা শুরু হয়েছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় উপজেলার মোট ২ হাজার ১৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করছে। আর দাখিল পরীক্ষার্থী রয়েছে ২৬২ জন ছাত্রছাত্রী। সোমবার প্রথম দিনের পরীক্ষায় এস এস সির ২ টি কেন্দ্রে মাত্র ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,দিরাই উপজেলা সদরে এস এস সি ও দাখিল পরীক্ষায় ২ টি কেন্দ্র রয়েছে। হাওর বেষ্টিত উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৩ টি ইউনিয়নে রয়েছে ৩ টি এস এস সি পরীক্ষা কেন্দ্র।  দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মোট ১ হাজার ৮৫ জন পরীক্ষার্থীর মাঝে প্রথম দিনের পরীক্ষায় ৮ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। ভাটিপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৭৭ জন পরীক্ষার্থীর মাঝে অনুপস্থিত ছিল ১ জন। তাছাড়া ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৮৯ জন ও জগদল আল- ফারুক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৬২ পরীক্ষার্থীর মাঝে শতভাগ উপস্থিতি ছিল। হাজি মাহমদ মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৬২ জন পরীক্ষার্থীর মাঝে  ২ জন অনুপস্থিত ছিল। ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব প্রদ্যুত কুমার দাস জানান, দিরাই ও শাল্লা উপজেলার সীমান্তবর্তী এলাকার এ কেন্দ্রে ৪ টি বিদ্যালয়ের মোট ৪৯৬ জন পরীক্ষার্থী রয়েছে। প্রথম দিনের ৩৮৯ জন পরীক্ষার্থীর  শতভাগ উপস্থিত ছিল। দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন জানান, দিরাই উপজেলায় এবছর এস এস সি ৪ টি কেন্দ্রে  ও ১ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা শুরু হয়েছে। এস এস সিতে ৯ জন ও দাখিল পরীক্ষায় ২ জন সহ উপজেলায় মোট ১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।