দিরাইয়ে নদীর ঘাটে গোসল করতে নেমে ১ মেয়ে নিখোঁজ

 

দিরাই প্রতিনিধি ঃ- সুনামগঞ্জের দিরাইয়ে নানার বাড়ি বেড়াতে এসে নদীর ঘাটে গোসলে নেমে স্নিগ্ধা দাশ (৯) নামে এক মেয়ে নিখোঁজ রয়েছে। উপজেলার রাজানগর ইউনিয়নের জটিচর গ্রাম সংলগ্ন সুরমা নদীতে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিখোঁজ স্নিগ্ধা দাশ শাল্লা উপজেলার কাসিপুর গ্রামের বিপেস চন্দ্র দাশের মেয়ে।রোববার সকাল সাড়ে ১০ টার দিকে শিশুটি নিখোঁজ হলেও সন্ধ্যা সাতটা পর্যন্ত তার সন্ধান মিলেনি। দিনভর উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা বেলা নিয়ম অনুযায়ী অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

দিরাই থানা পুলিশ ও পরিবারের লোকজন জানায়, স্নিগ্ধা দাশ নানার বাড়ি জটিচর গ্রামের পাশে সুরমা নদীতে গোসল করতে নামে। তার সঙ্গে বাড়ির ছোট-ছোট মেয়েরা গোসলে যায়। সবাই সাতার কেটে ও ডুব দিয়ে গোসল সেড়ে ওপরে উঠলেও স্নিগ্ধা দাশ পানিতে ডুবে যায় । সাথের মেয়েরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বাড়ির লোকজনকে জানায়। বাড়ির লোকজন নদীতে নেমে খোঁজ করতে থাকলেও তাকে পাওয়া যায় নি। সংবাদ পেয়ে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালান।এ সংবাদ লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬ টা) তার সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম বলেন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায় নি। সন্ধ্যায় উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়েছে জানিয়ে সুনামগঞ্জ সদর ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ নিউটন দাশ তালুকদার বলেন স্থানীয় চেয়ারম্যান মেম্বার অথবা পরিবারের লোকজন চাইলে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি থাকলে আগামীকাল আবার উদ্ধার অভিযান শুরু হবে ।