দিরাইয়ে যুবলীগ নেতার মামলায় সাংবাদিক লিটন গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক ঃঃ- জলমহাল নিয়ে বিরোধের মামলায় সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান লিটন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ জানায় শুক্রবার ভোর সাড়ে পাঁচ টায় দিরাই পৌরশহরের চন্ডিপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দিরাই থানার মামলা নং ০১/ তারিখ ০২-১২- ২০২১ ইং। জানা যায়,দিরাইয়ের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়ার ভাতিজা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মিয়া বাদি হয়ে ১১ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে দিরাই থানায় মামলাটি করেন। শুক্রবার দুপুর ১২ টায় সাংবাদিক লিটনকে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন আদালত। দিরাই থানায় ওসি তদন্ত আকরাম হোসেন বলেন,জলমহাল নিয়ে বিরোধ সংক্রান্ত মামলায় সাংবাদিক জিয়াউর রহমান লিটনকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে।