দিরাই আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষের মামলা চার আসামী গ্রেফতার

 

দিরাই প্রতিনিধি ঃ- দিরাই আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষের মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিনভর বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো দিরাই উপজেলার তাড়ল গ্রামের আব্দুল মালিক চৌধুরীর ছেলে নুরে আলম চৌধুরী, চন্ডিপুর গ্রামের আলেক মিয়ার ছেলে রহমত মিয়া,ঘাগটিয়া গ্রামের আপ্তাব মিয়ার ছেলে রায়হান মিয়া,চানপুর গ্রামের গৌরাঙ্গ দাসের ছেলে সঞ্জু দাস। তারা সবাই মামলার এজাহার নামীয় আসামী জানিয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম বলেন, গোপন সংবাদে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে।উল্লেখ্য গত ১৪ নভেম্বর দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রদীপ রায় ও মোশাররফ মিয়া গ্রুপের সংঘর্ষে কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা কর্মী আহত হন।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে প্রদীপ রায়ের অনুসারী কলিম উদ্দিন বাদী হয়ে দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়াকে প্রধান আসামী করে ৮১ জনের নামে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের করেন । দ্রুত বিচার মামলা নং ০৫,তারিখ ১৭-১১-২২ ইং।