দিরাই উপজেলার ৯ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শতাধিক

ইমরান হোসাইন ঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর হাওরবেষ্টিত সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন।এবছর বিএনপির ধানের শীষ বিহীন দলীয় প্রতীকে নির্বাচন,তাই সরকারী দল আওয়ামীলীগের নেতাকর্মীদেও কাছে মনোনয়ন ও প্রতীকের বিষয়টি গুরুত্বপূর্ন। সম্ভাব্য চেয়ারম্যানদের পাশাপাশি সাধারন ওয়ার্ডেও পুরুষ- মহিলা সদস্য প্রার্থীরা সমান তালে চালাচ্ছেন নির্বাচনের প্রচার কাজ। দিরাইয়ের ৯ ইউনিয়নে আওয়ামীলীগের মনোয়ন পেতে গ্রায় ৭০ জন সম্ভাব্য প্রার্থী লবিংয়ে রয়েছেন। যারা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। তৃনমূলের মতামত নিয়ে পরামর্শের আলোকেই প্রার্থী বাছাইয়ের চিন্তা করছে আওয়ামীলীগ। তবে সরকারী দলের প্রচারনায় থাকা একাধিক সম্ভাব্য প্রার্থী জানান,ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এমন অনেকেই দলের সিদ্বান্তের বাহিরে বিদ্রোহী প্রার্থী হবেন।

দলীয় সূত্রে জানা যায় দিরাই উপজেলায় আওয়ামীলীগ দলীয় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে রফিনগর ইউনিয়নে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী রয়েছেন বর্তমান চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান ,জাহেদ মিয়া,আব্দুল মন্নাফ,সেলিম মিয়া,শৈলেন তালুকদার, মোঃ সোহেল মিয়া, জামান মিয়া,সূর্যলাল দাস,পূর্নেন্দু সরকার রনি। স্বতন্ত্রপ্রার্থীর তালিকায় আছেন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী,আল মামুন ও মহসিন রেজা,বদরুল আলম। ভাটিপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় তালিকায় আছেন বর্তমান চেয়ারম্যান শাহজাহান কাজী, রুহুল আমিন তালুকদার,বদরুল ইসলাম চৌধুরী মিফতা, মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ, বিজিত দাস। রাজানগর ইউনিয়নে শফিকুল ইসলাম,নওশেরান চৌধুরী,ওয়েছ চৌধুরী ও আবু ছালিম । স্বতন্ত্র প্রার্থীর তালিকায় আছেন আমিন মিয়া, জহিরুল ইসলাম জুয়েল,রানা মিয়া। চরনারচর ইউনিয়নে আওয়ামীলীগের জগদীশ সামন্ত, জয়কুমার বৈষ্ণব, পরিতোষ রায়,পরেশ লাল দাস ও সৌমেন চৌধুরী । স্বতন্ত্র প্রার্থীর তালিকায় আছেন বর্তমান চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, ইন্দ্র কুমার বৈষ্ণব,রুকুনুজ্জামান জহুরী। দিরাই সরমঙ্গল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এহসান চৌধুরী,আবুল বাশার,সেলিম মিয়া, কানু লাল দাস, তপন তালুকদার,রনজিৎ রায়।স্বতন্ত্র প্রার্থীর তালিকায় আছেন গত নির্বাচনের প্রতিদ্বন্দি প্রার্থী মোয়াজ্জেম হোসেন জুয়েল।  করিমপুর ইউনিয়নে আওয়ামীলীগের উপজেলা আওয়ামীলীগের করম উদ্দিন,শাহজাহান সরদার,শাহ আলম সরদার,সিজিল মিয়া,সিজিল মিয়া(লন্ডনী) রেদুয়ান মাহমুদ,লিটন দাস।স্বতন্ত্র প্রার্থীর তালিকায় আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম,মুজিবুর রহমান তোতা,আতাউর রহমান বাদশা। জগদল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, হুমায়ূন রশিদ লাভলু, ছানু মিয়া,ফয়ছল আহমেদ।স্বতন্ত্র প্রার্থীর তালিকায় আছেন সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম,তোফায়েল আহমেদ,আব্দুল বাছিত,এমদাদুল হক আরকান,সেলিম আহমেদ মিঠু। তাড়ল ইউনিয়নে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল কদ্দুছ,সাবেক চেয়ারম্যান আকিকুর রেজা (পুলিশ) আহমদ চৌধুরী,জাহেদ চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী তালিকায় আছেন সাবেক চেয়ারম্যান নূরুল হক তালুকদার , নুপুর চৌধুরী,আলী আহমদ। কুলঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী তালিকায় আছেন মিলন মিয়া,পবিত্র মোহন দাস,চান মিয়া চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী তালিকায় আছেন বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, একরার হোসেন,মহি উদ্দিন জগনু,আলাউর রহমান আলা। উল্লেখ্য সরকার দলীয় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা দলের মনোনয়ন পেতে বর্তমানে ঢাকায় রয়েছেন।