দিরাই পৌরসভার প্রথম চেয়ারম্যান হাজী আহমদ মিয়া আর নেই, বিভিন্ন মহলের শোক প্রকাশ

দিরাই প্রতিনিধি ঃ- সুনামগঞ্জের দিরাই পৌরসভার প্রথম চেয়ারম্যান ও মেয়র পৌর বিএনপির সভাপতি হাজী আহমদ মিয়া ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯৮) বছর। বার্ধক্যজনিত রোগের কারণে রোববার বিকাল চারটায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। স্ত্রী, ৩ ছেলে ৬ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে তিনি মৃত্যুবরন করেন। দিরাই উপজেলার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী আহমদ মিয়া দিরাই পৌরসভার প্রথম চেয়ারম্যান ও মেয়র হিসেবে টানা ৯ বছর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিগত কয়েক বছর ধরে দিরাই পৌরসভা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুর খবরে দিরাই পৌরবাসীসহ বিএনপি নেতাকর্মী দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
একদিকে দিরাই উপজেলার প্রবীণ রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি হাজী আহমদ মিয়ার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পরে। এছাড়াও বয়োবৃদ্ধ রাজনৈতিক নেতা হাজি আহমদ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তা,বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরী,জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন,সাধারণ সম্পাদক এড. নূরুল ইসলাম নুরুল, জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান,জেলা সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ,দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী,দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিত রায়, সাবেক মেয়র মোশাররফ মিয়া, সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, দিরাই উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আশরাফ আলী।দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, দিরাই উপজেলা যুবদলের আহবায়ক মইন উদ্দিন চৌধুরী মাসুক, দিরাই প্রেসক্লাবের আহবায়ক সোয়েব হাসান প্রমূখ।