দিরাই পৌরসভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে বিজয়ী করুন—সাখাওয়াত হোসেন শফিক

দিরাই প্রতিনিধি ঃ- আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেছেন জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন উন্নয়নের সরকার।শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সারা বিশ্ব আজ শেখ হাসিনার সরকারের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বাংলাদেশকে এক অবিস্মরণীয় ও সফল রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে। আজকে শেখ হাসিনা সেই সফলতার একমাত্র নায়ক। কোন ষড়যন্ত্রই আমাদের নেত্রীকে ধমিয়ে রাখতে পারবেনা। এই বিজয়ের মাসে আগামী ২৮ তারিখের নির্বাচনে মেয়র পদে বিশ্বজিৎ রায়কে নৌকা প্রতীকে বিজয়ী করে আরেকটি বিজয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ । আওয়ামীলীগে কোন বিশ্বাস ঘাতকের স্থান নেই উল্লেখ করে তিনি দলের বিদ্রোহী প্রার্থীর নাম উল্লেখ করে আরো বলেন বর্তমান মেয়র মোশাররফ মিয়া দলের সাথে বেইমানি করেছে,এই মীরজাফর মোশাররফ মিয়া নির্বাচনে প্রার্থী হয়ে সাধারন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে।ইতিমধ্যে আওয়ামীলীগ থেকে কিন্তু তার নাম খারিজ হয়ে গেছে। জানিনা সে কখন মুসলমান থেকে খারিজ হয়ে যায়,কারন ইসলাম ধর্মে বিশ্বাস ঘাতকতার কোন জায়গা নেই। তিনি দিরাই পৌরসভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার পছন্দের নৌকা প্রতীকের প্রার্থী বিশ্বজিৎ রায়কে বিজয়ী করতে দলের নেতাদের প্রতি আহবান জানান।
তিনি সোমবার বিকালে দিরাই পৌরসভানির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিশ্বজিৎ রায়ের নির্বাচনী পথসভায় উপরোক্ত কথা গুলো বলে। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ দৌলা তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়ার পরিচালনা সভায় পথসভায় আরোও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট অবনী মোহন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান, জেলা কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা আলতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক হুমায়ূন রশিদ লাভলু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, দিরাই পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ মিয়া প্রমুখ।