দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয় উদ্বোধনে আসছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি

নিজস্ব প্রতিবেদক দিশা ডটকম ঃ দেশ বিদেশের শিক্ষানুরাগীদের সম্মিলিত প্রচেষ্টায় ভাটির জনপদ সুনামগঞ্জের দিরাই পৌর শহরে যাত্রা শুরু করেছে দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়। ২২ ফেব্রুয়ারী (শনিবার ) সকাল ১১ টায় বিদ্যালয়টির শুভ উদ্বোধন। প্রধান অথিতি হিসেবে উদ্বোধন করবেন আলোকিত সুনামগঞ্জের স্বপ্নদ্রষ্টা ও ভাটি এলাকার কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি । বর্তমান সরকারের ১৪ মাসের মাথায় এই প্রথম একজন মন্ত্রীর আগমন উপলক্ষ্যে দিরাই শহর ও আশপাশের এলাকাবাসীর মাঝে আলাদা উৎসব বিরাজ করছে।  রাস্তায় রাস্তায় নির্মান করা হয়েছে দৃষ্টি নন্দন তোরন। পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে দেয়া হয়েছে বিশাল আকৃতির কয়েকটি গেইট ।  তাছাড়া  উদ্বোধন অনুষ্টান সফল করতে দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি থিসিস ট্রাষ্ট ও টাওয়ার হ্যামলেটস ,লন্ডন ইউকে’র সাবেক মেয়র আব্দুল আজিজ সর্দারসহ কয়েকজন প্রবাসী কমিউনিটি নেতা বাংলাদেশে এসেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী দৈনিক দিরাই শাল্লা ডটকমকে বলেন,দিরাই শহর ও পাশ্ববর্তী বিশাল এলাকায় মানসম্মত শিক্ষা প্রতিষ্টানের স্বল্পতা অনুভব করে আমরা দীর্ঘদিনের চেষ্টায় লন্ডন টাওয়ার হ্যামলেটস এর সাবেক মেয়র আব্দুল আজিজ সর্দারের নেতৃত্বে প্রবাসীদের সহযোগীতায় দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্টা করা হয়েছে। শনিবার মাননীয় পরিকল্পনা মন্ত্রী  এম এ মান্নান এমপি মহোদয় দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়টির শুভ উদ্বোধন করবেন।  এতে সকলের উপস্থিতি ও সহযোগীতা কামনা করছি।