পরিকল্পনামন্ত্রীর সফর নিয়ে আওয়ামীলীগের দুই পক্ষ মুখোমুখি

নিজস্ব প্রতিবেদকঃ – দিরাইয়ে পরিকল্পনা মন্ত্রীর সফরের বিরুদ্ধে আওয়ামীলীগের( এমপি বলয়) ডাকা প্রতিবাদ সভায় স্থানীয় এলাকাবাসীর বাধা। দুই পক্ষের মারমুখি অবস্থানে পুলিশের হস্তক্ষেপে শর্ত সাপেক্ষে শেষ হয় প্রতিবাদ সভা ।গতকাল দিরাই উপজেলার জগদল বাজারে দিনভর উত্তেজনা শেষে বিকাল চারটায় সংক্ষিপ্তভাবে সমাবেশ করেছে জগদল ইউনিয়ন অাওয়ামীলীগ। ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান ছোবা মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দিরাই উপজেলা অাওয়ামীলীগের সহ সভাপতি সোহেল অাহমদ, সিরাজ দৌলা, পৌর অাওয়ামীলীগ সভাপতি সাবেক মেয়র অাজিজুর রহমান বুলবুল, জেলা অাওয়ামীলীগ নেতা হুমায়ুন রশিদ লাবলু, উপজেলা অাওয়ামীলীগ নেতা লুৎফর রহমান এওর মিয়া, অভিরাম তালুকদার, চেয়ারম্যান শিবলী অাহমেদ বেগ,মেয়র বিশ্বজিত রায়।
এদিকে পরিকল্পনা মন্ত্রী কে স্বাগত জানিয়ে জেলা আওয়ামী লীগ নেতা দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর অালম চৌধুরী,উপজেলা অাওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র মোশাররফ মিয়া,উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের নেতৃত্বে অাওয়ামীলীগের অপর অংশ গণমিছিল করেছে। বিকাল সাড়ে চারটায় দিরাই বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মিছিলটি ।

শনিবারের পরিকল্পনা মন্ত্রীর সফর ঘিরে উপজেলা আওয়ামীলীগ দুই ভাগে বিভক্ত হয়ে পক্ষে বিপক্ষে অবস্থান নেয়ায় আইনশৃংখলা বাহিনীর বাড়তি তৎপরতা পরিলক্ষিত হচ্ছে।
জানা যায়, আগামী শনিবার দুপুরে দিরাই উপজেলায় হাওর রক্ষা বাঁধের কাজের অগ্রগতি ও অাইন শৃংখলা মিটিং শেষে জগদল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। উদ্বোধন শেষে বিকাল ২ টায় জগদল উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসী আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। স্থানীয় সংসদ সদস্য জয়া সেনগুপ্তা ও দিরাই উপজেলা অাওয়ামীলীগকে অবহিত না করে পরিকল্পনা মন্ত্রী দিরাই সফর করছেন এমন অভিযোগে মন্ত্রীর সফরটি বাতিলের দাবী নিয়ে মাঠে নামছে এমপি বলয়ের নেতাকর্মীরা। গত মঙ্গলবার উপজেলা অাওয়ামীলীগ সংবাদ সম্মেলন করে সফর বাতিলের দাবী জানায়,বৃহস্পতিবার বিকাল ২ টায় জগদল বাজারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ইউনিয়ন অাওয়ামীলীগ । এ প্রতিবাদ সমাবেশটি প্রতিহত করার ঘোষণা দেয় জগদল এলাকার লোকজন। স্থানীয় লোকজন জানান, অাওয়ামীলীগ নেতা হুমায়ুন রশিদ লাবলু নেতৃত্বে বুধবার সন্ধ্যা বেলা জগদল বাজারে প্রতিবাদ সমাবেশের মঞ্চ নির্মাণ করতে গেলে বাধা দেয় জগদল এলাকার বিক্ষোব্ধ লোকজন। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বাজারে জড়ো হয় এলাকার লোকজন। এক পর্যায়ে বাধা দানকারীরা উত্তেজিত হয়ে উঠলে তোপের মুখে পরে পিছু হঠতে বাধ্য হন অাওয়ামীলীগ নেতাকর্মীরা ।এনিয়ে জগদল বাজার এলাকায় রাতভর উত্তেজনা বিরাজ করলে দিরাই থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত। গতকাল বুধবার সকাল থেকেই জগদল বাজারে পূর্ব ঘোষিত প্রতিবাদ কর্মসূচি পালন করতে প্রস্তুতি নিতে থাকে ইউনিয়ন অাওয়ামীলীগ। এর বিরোধিতা করে মাঠে নামে এলাকাবাসী। দুই পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা দেখা দেয়। সংর্ঘষের ভয়ে বাজারের দোকান পাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। একপর্যায়ে দিরাই থানার বিপুল সংখ্যক পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। পরে বিকাল চারটার পুলিশের হস্তক্ষেপে সংক্ষিপ্তভাবে প্রতিবাদ সমাবেশ করে ইউনিয়ন অাওয়ামীলীগ।