মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী আর নেই

হবিগঞ্জ প্রতিনিধি

দেশের বরেণ্য আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি— রাজিউন) রোববার বিকেল পৌণে ৫টায় অসুস্থ অবস্থায় হবিগঞ্জ থেকে সিলেট নিয়ে আসার পথে মৃত্যুবরণ করেন।

জানা গেছে, মাওলানা তাফাজ্জুল হক শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। রোববার তিনি বেশি অসুস্থতাবোধ করেন পরে তাকে নিয়ে হবিগঞ্জ থেকে সিলেটে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়া হয়। শেরপুরে আসলে তিনি মৃত্যুবরণ করেন।

১৯৪৪ সালে হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন।

মাওলানা তাফাজ্জুল হক অন্যতম হাদিস বিশারদ ছিলেন। জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদরাসা হবিগঞ্জ এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস ছিলেন তিনি। এছাড়া তিনি মহিলাদের ইসলামী শিক্ষা বিস্তারে হবিগঞ্জে মাদানী নগর মহিলা মাদরাসাও প্রতিষ্ঠা করেছেন।

ইসলামী শিক্ষা বিস্তারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তার মৃত্যুতে সিলেটসহ গোটাদেশের আলেম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।