শাল্লায় আইজিপি চৌধুরী আল-মামুন…বাংলাদেশ পুলিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে

নিজস্ব প্রতিবেদক, দিশাডটকমঃ  ঃ-বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে বাংলাদেশ পুলিশ।যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা রয়েছে বাংলাদেশ পুলিশের। তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে পুলিশের সক্ষমতায় রয়েছে ব্যাপক সফলতা। হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা পর থেকে দেশে যেসব সন্ত্রাসী ও জঙ্গি কর্মতৎপরতা দেখা দিয়েছিল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ সফলতার সাথে মোকাবেলা করেছে। তথ্য ও প্রযুক্তির কল্যাণে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে পুলিশ সক্ষম হয়েছে। আপনারা জানেন, পার্বত্য জেলা বান্দারবানের গহীন জঙ্গলে অনেক শক্তিশালী সন্ত্রাসীরা আস্তানা গেড়েছিল, বাংলাদেশ পুলিশ সফল ভাবে প্রতিহত করেছে। বাংলাদেশের পুলিশ বাহিনী আন্তর্জাতিক মানের বলে দাবী করেন তিনি। শুক্রবার সুনামগঞ্জের শাল্লা থানার নবনির্মিত ভবন ‘স্টুডিও এপার্টমেন্ট’ উদ্বোধন কালে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, আমি যখনই শাল্লায় আসি, মা ও মাটির গন্ধ পাই। আমি শাল্লার সন্তান, এখানের কাদামাটি, আলো-বাতাসে বড় হয়েছি, দিনের পর দিন হাওরের মুক্ত বাতাসে ঘুরে বেড়িয়েছি,পুকুরে সাতার কেটে গোসল করেছি, তাই শাল্লা নিয়ে আমি সবসময় গর্ববোধকরি। এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামি দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপ-তৎপরতা প্রতিহত করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। সকাল ১০টায় বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঢাকা থেকে হেলিকপ্টারে শাল্লা উপজেলার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে শাল্লা থানা পুলিশের আবাসিক ভবন ‘স্টুডিও এপার্টমেন্ট’ উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ,সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী,সুনামগঞ্জ পুলিশ সুপার এহসান শাহ,শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আবু তালেব, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ আমিনুল ইসলাম।পরে একই হেলিকপ্টারে গ্রামের বাড়ি শ্রীহাইল গিয়ে জুমার নামাজ আদায় করেন। এরপর নিজ বাড়িতে মধ্যান্নভোজ অনুষ্ঠানে শরীক হন। মধ্যান্ন্যভোজে যোগ দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার এহসান শাহ,সুনামগঞ্জ জজ কোর্টের পি পি খায়রুল কবির রুমেন, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামান সেন্টু, এডভোকেট আজাদুল ইসলাম রতন, নুরুল ইসলাম, আরিফুজ্জান চৌধুরী, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার, সুবল চন্দ্র দাস আব্দুল্লা আল নোমান,একরার হোসেন, আলী আহমেদ, জহিরুল ইসলাম জুয়েল,সাংবাদিক ইমরান হোসাইন, আমির হোসেন, আনোয়ার হোসেন, পাবেল মিয়াসহ এলাকার কয়েকশ লোক। মধ্যান্নভোজনের পর পুলিশ প্রধানকে দেখতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে বিকাল তিনটায় গ্রামের পাশে পিতার নামে প্রতিষ্ঠিত আব্দুল মন্নান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। বিকাল চারটার পর তিনি নিজ বাড়ি থেকে হেলিকপ্টার যোগে ঢাকার পথে যাত্রা করেন।