শাল্লায় নোয়াগাঁও গ্রামে হামলার প্রতিবাদে দিরাইয়ে উদীচীর মানববন্ধন

ডেস্ক নিউজঃ

শাল্ল উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামের সংখ্যালঘু পল্লীতে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে দিরাই উদীচী শিল্পী গোষ্ঠী । শুক্রবার বেলা ১১টায় দিরাই পৌরশহরের থানা রোডে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন তারা ।

উপজেলা উদীচীর সভাপতি নারায়ন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সরকার এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শাহ আব্দুল করিম পরিষদের সাধারণ সম্পাদক- অসীম রায় চৌধুরী, উদীচীর সহ-সাধারণ সম্পদক মাহমুদ আপেল, অর্থসম্পাদক বকুল বনিক, অঙ্কুর সেবা ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম-অাহ্বায়ক প্রদীপ দে, যুব ইউনিয়ন দিরাই শাখার সাধারণ সম্পাদক হিরণ্ময় দাস, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দিরাই শাখার উপদেষ্টা হিরেন্দ্র দেবনাথ, দিরাই উদীচীর সম্পাদক মন্ডলীর সদস্য অরণ্য কিরন, যুগপ্রভাত দাস চয়ন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দিরাই শাখার হিরন মিয়া সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।বক্তারা প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান ।