শাল্লায় বিএনপি নেতা নোমান গ্রেফতার

শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নে ধান কাটাকে কেন্দ্র করে গত ৫ এপ্রিল নোমান গ্রুপ ও সন্তু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপর হামলা চালায় আব্দুল্লাহ আল নোমানের অনুসারীরা ও সন্তু গ্রুপের অনুসারীরা। পরে পুলিশ বাদী হয়ে শাল্লা থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান ও সন্তু গ্রুপের গাফফার মিয়াকে গ্রেফতার করে শাল্লা থানার পুলিশ। জানা যায়, গ্রেফতারকৃত আসামী উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামের মিয়াফর মিয়ার ছেলে আব্দুল্লাহ আল নোমান ও ইউনুস মিয়ার ছেলে গাফফার মিয়া। এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ নুর আলম বলেন, ধান কাটা নিয়ে নোমান ও সন্তু গ্রপের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপর হামলা চালায়। পরে পুলিশ বাদী শাল্লা থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়। তাই গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৩টায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী নোমান ও গাফফারকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।