শাল্লায় হিন্দুপল্লীতে হামলার মামলায় ৪৯ আসামি কারাগারে

 

নিজেস্ব প্রতিবেদকঃ ঃ-
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাওগ্রামের হিন্দু বাড়িঘরে হামলা ও ভাংচুরের মামলার চার্জশিট ভূক্ত ৪৯ জন পলাতক আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রোববার দুপুরে সুনামগঞ্জ চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দশ মাস পর এসব আসামীরা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুর রহিম আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের ওসি ডিবি ইকবাল বাহার। এর আগে হিন্দুপল্লীতে হামলার মূলহোতা স্থানীয় যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীনসহ শতাধিক আসামিকে গ্রেফতার করে আইন শৃঙ্খলাবাহিনী।
পুলিশ সুত্রে জানা যায়, গত মার্চ মাসে হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ঝুমন দাশ নামে যুবকের ফেইসবুকের বিদ্রোপ স্ট্যাটসের জের ধরে সুনামগঞ্জের শাল্লার নোয়াগাওয়ে হিন্দু পল্লীতে হামলার ঘটনায় ঘটে। শাল্লার নোয়াগাও গ্রামের হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় শাল্লা থানায় দুটি মামলা হয়। পরে আরেকটি মামলা হয় সুনামগঞ্জ আদালতে। এ ঘটনায় দায়ের করা সবকটি মামলা ডিবি পুলিশ তদন্ত করেছে। মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই মোহাম্মদ তোফাজ্জল হোসেন নয়াদিগন্তকে বলেন গত বছর ২৯ নভেম্বর একটি মামলার দীর্ঘ তদন্ত শেষে ১৮৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। রোববার মামলার ৪৯ আসামি বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদেরকে জেল কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।