শাল্লায় ১৩ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে, ৫ জনকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ
গত দুই সপ্তাহে বিভিন্ন দেশ থেকে শাল্লায় ২৩ জন প্রবাসী এসেছেন। সুনামগঞ্জ জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।
ইতোমধ্যে ১৩ জনকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে। ৫ জনের খোঁজ এখনও পাওয়া যায়নি।তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন।বাকি ৫ জন শাল্লা উপজেলার বাহিরে অবস্থা করছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন শাল্লা থানা অফিসার্স ইনচার্জ আশরাফুল ইসলাম।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ হোম কোয়ারান্টাইনে থাকা ১৩ জনকে পর্যবেক্ষণ করছেন।
উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না থাকায় তাদেরকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে শাল্লা উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার আবুল ফাত্তাহ সাদি বলেন,করোনা পরীক্ষার কোন কীট হাসপাতালে নেই তাই ১৩ জন প্রবাসীকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তাদেরকে আমরা পর্যবেক্ষণ করছি। আর হাসপাতালে ৩ টি আইসোলিউশন বেডের ব্যবস্থা রাখা হয়েছে।

শাল্লা থানার অফিসার্স ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, যদি কেউ হোম কোয়ারান্টাইন না মানে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।