সাপ্তাহিক ছুটিতেও খোলা ত্রাণ মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার অফিস

সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৯ জুন) অফিস করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং অধীনস্থ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবারও অফিস করেছেন তারা।

ছুটির দিনে অফিস খোলার রাখার জন্য ইতোমধ্যে অফিস আদেশ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আদেশে বলা হয়, জরুরি কার্য সম্পাদনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, সকল প্রকল্প পরিচালকের কার্যালয়, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), সকল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কার্যালয় এবং সকল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় যথারীতি খোলা থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল জাগো নিউজকে বলেন, ‘অর্থবছরের শেষ সময়ে কিছু কাজ থাকে সেগুলো করার জন্য মূলত সাপ্তাহিক ছুটির দিনে কাজ করছি আমরা। কোথাও কোনো ইন্সট্রাকশন লাগলে সেটা দিতে হয়।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন জাগো নিউজকে বলেন, ‘শুক্রবার রাত ৮টা পর্যন্ত আমি অফিস করেছি। শনিবারও অফিস খোলা। আজ (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মাননীয় মন্ত্রীর একটি প্রোগ্রাম রয়েছে। সেটি শেষ করে তিনি (মন্ত্রী) সচিবালয়ে যাবেন।’