সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

 

সিলেট :: সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও এ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল সংগঠন ও ব্যক্তিবর্গরা। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাস, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী, ছাত্রফ্রন্ট সিলেট মহানগরের আহ্বায়ক সঞ্জয় শর্মা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট মহানগরের সহসাধারণ সম্পাদক মনীষা ওয়াহিদ, সংস্কৃতিকর্মী তমিস্ত্রা তিথী। এসময় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য মতিউর রহমান, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেটের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, ছাত্র ফ্রন্ট নগর শাখার সাবেক সভাপতি রেজাউর রহমান রানা, ছাত্র ইউনিয়ন এমসি কলেজ সংসদের সাবেক সভাপতি বিশ^পা ভট্টাচার্য।

এসময় বক্তারা বলেন, ‘সুনামগঞ্জের শাল্লায় যে সাম্প্রদায়িক হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসবে হবে। বক্তারা বলেন, দেশে নাসিরনগরসহ নানা স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার না হওয়ায় প্রতিনিয়ত এ ধরণের ঘটনা ঘটছে। সরকার মুখে মুক্তিযোদ্ধের চেতনার কথা বললেও মৌলবাদী গোষ্ঠীকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছে। যার কারণে দেশে নানা স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। তাই এর দায় সরকারের।’

বক্তারা আরও বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জেনেছি রাত থেকে এই হামলার আশঙ্কা থাকলেও প্রশাসনের উদ্যোগ ছিল না। তাই আমরা এই সমাবেশ থেকে সেখানের স্থানীয় প্রশাসনের অপসারণ দাবি করছি।’