হত্যা মামলায় দিরাই আওয়ামীলীগ সম্পাদক প্রদীপ রায়কে আসামী করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক,দিশাডটকম– সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় আদালতে উপস্থিত থেকেও একটি হত্যা মামলার আসামি হয়েছেন। প্রদীপ রায়কে হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আসামী করে হেনস্থা ও হয়রানি করতে একটি অপশক্তি কাজ করছে। যারা দলের শত্রু, তারাই দিরাই উপজেলা আওয়ামী লীগকে বিভক্ত বা নিশ্চিহ্ন করার লক্ষ্যে এহেন অপতৎপরতা চালাচ্ছে। অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে রুহেদ মিয়া হত্যা মামলা থেকে প্রদীপ রায়ের নাম প্রত্যাহার করতে হবে। দিরাই উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা এমন দাবি করেন। রোববার বিকাল ৪ টায় উপজেলা অাওয়ামীলীগের কার্যালয় থেকে শুরু হয়ে দিরাই বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্ট সমাবেশ করেন তারা। উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এড. সোহেল আহমেদর সভাপতিত্বে ও যুবলীগ নেতা জুয়েল মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, সহ-সভাপতি সিরাজ উদ দৌলা, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, আওয়ামী লীগ নেতা আসাদ উল্ল্যা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, জগদিশ সামন্ত, পৌর মেয়র বিশ্বজিৎ রায়, রেজুয়ান হোসেন খান, যুবলীগ নেতা কামরুজ্জামান, জাহেদ মিয়া,ইকবাল সরদার, ছাত্রলীগ নেতা সাহেল চৌধুরী প্রমূখ।