দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই বকুল মিয়া (২৫)এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী গ্রামে আব্দুস সাত্তারের ছেলে। শুক্রবার বিকাল অনুমান ৪ টার সময় গ্রামের রিয়াজুদ্দিন মেম্বার ও স্বাধীন মেম্বারের লোকজনের মাঝে এই সংঘর্ষটি হয়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে নিহতের মরদেহ থানায় নিয়ে আসে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রিয়াজুদ্দিন মেম্বার সহ ৪ জনকে আটক করে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায় নাচনী গ্রামে দুপক্ষের মাঝে দীর্ঘদিন ধরে অাদিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। বৃহস্পতিবার রিয়াজুদ্দিন মেম্বারের এক ভাতিজা নিহত বকুলের ভাইকে মারধর করে। এর জেরে দু পক্ষের লোকজন পরদিন শুক্রবার বিকাল চারটায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ কালে ঘটনাস্থলেই রিয়াজুদ্দিন মেম্বারের প্রতিপক্ষের বকুল নামের যুবকটি নিহত হয়। এসময় দুপক্ষের আরো ১০ জন আহত হন। খবর পেয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এসময় অভিযান চালিয়ে রিয়াজুদ্দিন মেম্বার তার ছেলে সারোয়ার চাচাতো ভাই মাহতাবউদ্দিন ও নুরুল ইসলাম নামে একজনসহ চারজনকে অাটক করে থানা নিয়ে আসে। আটক নুরুল ইসলাম অাহত হওয়ায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পহড়ায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বলেন সংঘর্ষের খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অানে। নিহতের লাশ থানা রাখা হয়েছে। রিয়াজুদ্দিন মেম্বারসহ চারজন অাটক করা হয়েছে।
দৈনিক দিরাই শাল্লা
৯:৪৭ অপরাহ্ণ