করোনায় মারা যাওয়া আ’লীগ নেতার দাফন করলো তাকওয়া ফাউন্ডেশন

 

নিজস্ব প্রতিবেদক, দিশাডটকমঃ সুনামগঞ্জের ছাতকে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আওয়ামীলীগ নেতার লাশ দাফন করেছে সুনামগঞ্জ তাকওয়া ফাউন্ডেশন এর পাঁচ কর্মী। সোমবার সন্ধ্যা ৬ টায় মৃতের গোসল, কাফন, জানাজা এবং দাফন কাজের পুরোটাই করেছে পাঁচ জন সাহসী যোদ্ধা। জানা যায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার রাউলী গ্রামের বাসিন্দা ও জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল হক করোনা আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে মারা যান। এটি সুনামগঞ্জের প্রথম মহামারি করোনায় মৃত্যুর ঘটনা। মৃত ব্যক্তির আত্মীয়স্বজন সুনামগঞ্জের তাকওয়া ফাউন্ডেশন এর সাথে দাফন কাফন এর জন্য যোগাযোগ করেন। খবর পেয়ে সুনামগঞ্জ থেকে ফাউন্ডেশন এর পাঁচ কর্মী ব্রাদার্স টিম এর চার ভাই হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন, হাফিজ মাওলানা হাম্মাদ আহমাদ , হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন, হাফিজ মাওলানা খিজির আহমদ এবং ভাগ্না মাওলানা আম্মার আহমদ লাশ গোসল এবং দাফন কাফন করেন। জানাযার নামাযে স্থানীয় প্রশাসন, স্থানীয় স্বেচ্ছাসেবক এর একটি টিম এবং মৃতের আত্মীয়রা জানাযায় অংশগ্রহণ করেন। সন্ধ্যা ৬ টায় মৃতকে দাফন করা হয়। তাকওয়া ফাউন্ডেশন এর জেলা পরিচালক হাফিজ ত্বোহা হোসাইন দৈনিক দিরাই-শাল্লা ডটকমকে বলেন,মৃত ব্যক্তির আত্মীয়রা আমাদের সাথে দাফন কাজের জন্য যোগাযোগ করেন। লাশ বাড়িতে পৌঁছার পূর্বেই আমাদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে ইসলামী রীতিনীতি অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনেই মৃতের দাফন কাজ সম্পন্ন হয়।