দুই দশক পর নিজস্ব ভবনে দিরাই পৌরসভা 

 

দিরাই প্রতিনিধি: দীর্ঘ দুই দশক পর আজ আপন নিজস্ব ভবনে যাচ্ছে সুনামগঞ্জের দিরাই পৌরসভা। আজ বুধবার ২ কোটি ৯৬ লক্ষ ৯ হাজার ৭৮২ টাকা ব্যয়ে নবনির্মিত পৌর ভবনের উদ্বোধন করবেন এলাকার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।

জানা যায়, ১৯৯৯ সালে দিরাই উপজেলা সদরকে পৌরসভায় রূপান্তরিত করা হয়। তৎকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদ ভাটির জনপদ দিরাইকে পৌরসভা ঘোষণা করেন। পৌরসভা গঠনের পর থেকেই উপজেলা পরিষদের কাছে একটি ভাড়া বাড়িতেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা হয়ে আসছিল। ২০০২ সালের প্রথম নির্বাচনে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি নেতা প্রার্থী আহমদ মিয়া। ২০১০ পর্যন্ত চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।

২০১০ সালে পৌরসভার দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান বুলবুল। নির্বাচিত হয়েই পৌরসভা কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেন তিনি। কিন্তু পৌরসভার নিজস্ব জায়গা না থাকায় ভবন নির্মাণ নিয়ে ধোঁয়াশা দেখা দেয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় ভবন নির্মাণের জন্য বরাদ্দ দিলেও জায়গা ক্রয় করতে হয় পৌরসভার নিজস্ব আয় থেকে। ২০১৪ সালে তৎকালীন মেয়র আজিজুর রহমান বুলবুলের পরিবার ১৭ শতাংশ ও আরও ছয়জন ভূমি মালিক ১১শতাংশ মোট ২৮শতাংশ জায়গা দিরাই পৌরসভার অনুকুলে রেজিষ্ট্রি করে দান করেন এবং ২৪ শতাংশ ভূমি ক্রয় করে মন্ত্রনালয়ে প্রেরণ করলে পৌর ভবন নির্মাণের জন্য ২ কোটি ৯৬ লক্ষ ৯ হাজার ৭৮২ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রনালয়। ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর ভবন নির্মাণের দরপত্র আহবান করা হয়। কাজ পায় বেলাল এন্টারপ্রাইজ নামক নির্মাণ সংস্থা। দীর্ঘ ৫ বছর কাজ করার পর সম্পন্ন হয় পৌর ভবণ নির্মাণের কাজ।