চন্ডিপুর এসোসিয়েশন ইউকের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

 

দিরাই প্রতিনিধি ঃঃ- গরিব, দুস্থ ও অসহায় রোগীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ছানি অপারেশনের জন্য সুনামগঞ্জের দিরাইয়ে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ ঘটিকায় চন্ডিপুর এসোসিয়েশন ইউকের উদ্যোগে পৌরসভার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হেনা ও সাংবাদিক মোশাহিদ আহমদ এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া,চন্ডিপুর গ্রামের মুরুব্বী হামিদ মাস্টার, ব্যবসায়ী ও রাজনীতিবিদ আসাদ উল্লা, জাহির মিয়া, সফিকুল ইসলাম,চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাসিন্ধু দাশ রানা, মুজিবুর রহমান মুজিব,দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন,জুয়েল মিয়া।চক্ষু শিবিরের বিভিন্ন দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. ফাহিম ইসলাম। একদল চক্ষু চিকিৎসক দ্বারা পরিচালিত দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে চন্ডিপুর গ্রাম থেকে আসা চোখের রোগে আক্রান্ত প্রায় ৩ শ জন নারী-পুরুষকে চিকিৎসা সেবা দেয়া হয়।এতে প্রত্যেক রোগীকে বিনামূল্যে ঔষধ ও ১৫০ জন রোগীকে বিনামূল্যে চশমা এবং ৩০ জন বাছাইকৃত রোগীকে স্বল্পমুল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য ২০১৬ ইং সনে যুক্তরাজ্যে বসবাসরত দিরাই পৌরসভার ঐতিহ্যবাহী চন্ডিপুর গ্রামবাসীদের নিয়ে সমাজসেবী সংগঠন ‘চন্ডিপুর এসোসিয়েশন ইউকে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গ্রামবাসীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।