দিরাই প্রতিনিধি: দিরাই-শাল্লা আসেনর সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, দেশের উন্নয়ন ও শান্তি শৃংখলা রক্ষায় আওয়ামীলীগ ঐক্যবদ্ধ । সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার জিরো টলারেন্স ঘোষনা দিয়ে জয়া সেনগুপ্তা বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে ফেলে, দেশের উন্নয়ন অগ্রগতিতে যুব সমাজের ভুমিকা খুবই গুরুত্বপুর্ন, সেই যুব সমাজ মাদকে আসক্ত হয়ে পড়ে থাকলে দেশ এগিয়ে যেতে পারবে না। জয়া সেনগুপ্তা বলেন, শিক্ষা ছাড়া দেশ এগিয়ে যাবার কোন রাস্তা নেই, আইন শৃংখলা রক্ষাই বলেন আর জাতির মেরুদন্ডই বলেন কোন কিছুই শিক্ষা ছাড়া রক্ষা পাবে না, স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যেশ্য করে ড.জয়া সেনগুপ্তা বলেন গ্রামীন অবকাঠামো উন্নয়নে নারী প্রতিনিধিদের গুরুত্ব দিতে হবে, সুষম বন্টনের মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। হাওর রক্ষাবাঁধে পি আই সি গঠনে মধ্যস্বত্বভোগীদের কোন সুযোগ না দেয়ার কঠোর নির্দেশনা দিয়ে জয়া সেন বলেন. প্রকৃত কৃষকদের সমন্বয়ে স্বচ্ছতা বজায় রেখে হাওর রক্ষা বাঁধের পিআইসি গঠন করতে হবে। সোমবার বেলা ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিয়দের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিত রায়, সহকারি কমিশনার ভুমি জনি রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, অফিসার্স ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, প্রকৌশলী ইফতেখার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী,ভারপ্রাপ্ত শিক্ষাকর্মকর্তা আবদুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, জগদল ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, রফিনগর ইউপি চেয়ারম্যান শৈলেন চন্দ্র দাস, কুলঞ্জ ইউপি চেয়ারম্যান একরার হোসেন, চরনারচর ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়, রাজানগর ইউপি চেয়ারম্যন জহিরুল ইসলাম জুয়েল, তাড়ল ইউপি চেয়ারম্যন আলী আহমদ, ভাটিপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন চৌধুরী, ইউপি সদস্য হাফছা বেগম প্রমুখ। স্থানীয় গনমাধ্যম কর্মী ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকতাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এদিকে ড. জয়া সেনগুপ্তা এমপি বিগত ডিসেম্বর মাসে শ্যামাচরবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি।
দৈনিক দিরাই শাল্লা
৯:২১ অপরাহ্ণ