নদ-নদীর পানি বাড়বে- জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সতর্কবার্তা 

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশংকার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও বলা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে বন্যা হতে পারে। এমতাবস্থায় দুর্যোগ মোকাবিলার জন্য আগে থেকেই সতর্ক থাকার আহবান জানিয়েছেন সুনামগঞ্জের ডিসি মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। তিনি কৃষকদের দ্রুত ধান কাটা, মাড়াই ও শুকানোর জন্য আহবান জানিয়েছেন। এছাড়াও শুক্রবার জুমআ’র নামাজের আগে জেলার সকল মসজিদে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে মুসল্লীদের অবগত করার জন্য ইমাম মোয়াজ্জিন পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশনকে অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন  প্রশাসক  মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজন কুমার সিংহের পরিচালনায় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা ও  সুনামগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকগন ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে হাওরের ধান দ্রুত কাটার অনুরোধ জানানো হয়েছে। এবছর সুনামগঞ্জে  ২ লাখ ২২ হাজার ৪০৭ হেক্টর জমিতে বোরো ধান হয়েছে। বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জানানো হয়েছে, জেলায় উঁচু ও নীচু মিলে ৮৪.৫৪ শতাংশ ধান কাটা শেষ। নীচু এলাকার ধান কাটা ৯৭. ৬ শতাংশ কাটা শেষ হয়েছে। এই অবস্থায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, আবহাওয়ার পূর্ভাবাসে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরে এবং উজানের মেঘালয়ে এই মাসের প্রথম সপ্তাহে ভারী এবং অতিভারী বৃষ্টিপাতের আশংকা আছে। এ কারণে নদ-নদীর পানি বাড়বে। হাওরে বন্যার আশংকা আছে।