দিরাই প্রতিনিধি : দিরাইয়ে ছাত্রদলের নবীন বরণ অনুষ্টিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দিরাই ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের নবীন বরণে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপিরকেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
কলেজ ছাত্রদলের আহবায়ক শরীফ রব্বানীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সোহাগ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ চৌধুরী, উপদেষ্ঠা সদস্য রশিদ আহমদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, রতন কুমার দাস তালুকদার, সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সজীব রশীদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহআলম, সহসভাপতি রুবেল চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এসএম সায়েম, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ফারদিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর ছাত্রদল নেতা নুর আহমদ তালুকদার প্রমুখ।