স্টাফ রিপোর্টার ঃ দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে ‘সপ্তগ্রাম কার্তিকপুর উচ্চ বিদ্যালয়’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন ওই এলাকার সাত গ্রামের মানুষ। এলাকাবাসীর দানকৃত ভূমিতে বিদ্যালয় ভবন নির্মাণসহ আনুসাঙ্গিক যাবতীয় ব্যয়ভার বহন করবেন যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম।
বিদ্যালয় প্রতিষ্ঠা ও নামকরণের লক্ষ্যে এলাকাবাসীর আয়োজনে বুধবার বেলা ৩ টায় কার্তিকপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন ব্যারিস্টার শামীম।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় ৭ টি গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন এবং উন্মুক্ত আলোচনা করেন। বিদ্যালয় ভবন নির্মাণ, পাঠদান ও এ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্নকরণে উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে একটি কমিটি গঠন করা হয়।
মঞ্জুর আলম চৌধুরীকে আহবায়ক মনোনীত করে গঠিত ১৪ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির সদস্যরা হলেন, ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী (শামিম) , আওয়ামীলীগ নেতা মো. হাছান আলী, সেলিম মিয়া, আতাউর মিয়া, তাহেদ মেম্বার, সাহাব উদ্দিন, নজরুল ইসলাম, সোলায়মান মিয়া, আলকাছ মিয়া, ফতেহ নুর, রুক মিয়া, আবুল কালাম, আব্দুল মতিন।
সংগৃহিত- কলমশক্তি ডটকম