নিজস্ব প্রতিবেদক ::
মানবিক সংগঠন গ্রো ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান সৌমেন সেনগুপ্ত। তিনি সংগঠনের শুরু থেকেই মানবতার কল্যাণে কাজ করে আসছেন।
শুধু করোনা কিংবা দুর্যোগের সময় নয়। সংগঠনের জন্মলগ্ন থেকেই দিরাই শাল্লার জনগনকে বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসছেন। এরই ধারাবাহিকতায় করোনার এই মহামারিতেও দিরাই শাল্লার মানুষে পাশে দাড়িয়েছে গ্রো ফাউন্ডেশন। রবিবার শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নে ৩০০টি পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ ও সাবান বিতরণ করা হয়।
উপজেলা সদরসহ ৬টি কেন্দ্রে ভাগ করে এসব উপহার সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গ্রো ফাউন্ডেশনের সদস্য সুজিত চক্রবর্তী, দিলীপ কুমার দাস, যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, সৈনিক লীগের সভাপতি উজ্জল রায়, ছাত্রলীগ নেতা রাজু দাস, আজাদ মোহাম্মদ আলেক, ও রতন রায় প্রমুখ।
উল্লেখ্য এর আগেও গ্রো ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার আরো তিনটি ইউনিয়ন আটগাও, হবিবপুর ও শাল্লায় ৯০০ পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।