নিজস্ব প্রতিবেদকঃকরোনা ভাইরাস মোকাবিলায় শাল্লা উপজেলা পরিষদের পক্ষ থেকে হোম কোয়ারান্টাইন,প্রাতিষ্টনিক কোয়ারেন্টাইন ও কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
রবিবার(৩ মে) উপজেলার বাহারা ইউনিয়নের বিভিন্ন গ্রামে হোম কোয়ারেন্টাইন, প্রাতিষ্টানিক কোয়ারেন্টাই ও অসহায় প্রায় ৫০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
আর এসব ত্রাণ জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন একদল স্বেচ্ছাসেবক।
রবিবার বাহাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ করতে দেখা যায় স্বেচ্ছাসেবক তপন কান্তি সরকার,পলাশ সরকার পল্টু ও বুবাই সরকারকে।
কথা হয় পলাশ সরকার পল্টুর সাথে তিনি বলেন,অসহায় মানুষের কথা চিন্তা করেই স্বেচ্ছাসেবক এর দলে নাম লিখিয়েছি।জীবনের ঝুঁকি নিয়ে আজ ২০ দিন ধরে বিভিন্ন গ্রামে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছি তবুও মানুষ ঘরে থাকুক ভালো থাকুক।
এব্যপারে উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ( আল আমিন চৌধুরী) বলেন আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে করোনা মোকাবিলায় অসহায় মানুষের পাশে আছি।আমারা প্রতিটা গ্রামে খুঁজ নিয়ে অসহায় মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছি। প্রয়োজনে আমারা আরও ত্রাণ সহায়তা বাড়াব।আর এক্ষেত্রে স্বেচ্ছাসেবকরা যে কাজটি করছে এটা অবশ্যই প্রশংসনীয়।