নিজস্ব প্রতিবেদক ঃ- পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন আমাদেও জাতির পিতা বঙ্গবন্ধুর মাধ্যমে ও লাখো শহীদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। এখন আমাদেও দরকার সারা দুনিয়ার মানুষ যেভাবে সুন্দও ও ভালভাবে সম্মানজনক ভাবে বসবাস করছে আমরাও সেভাবে বাচঁতে চাই,তাই আমাদেও দরকার উন্নয়ন উন্নতি।
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দক্ষ ও বলিষ্ট দৃঢ় নেতৃত্বে আওয়ামীলীগ সরকার বাংলাদেশটাকে উলট পালট কওে উন্নতি করছি।
এই সরকারের আমলে দেশের যা উন্নয়ন হয়েছে তা বিগত ১ শত বছরেও হয়নি। বিএনপি বলে তাদের নেত্রী নাকি তিনবার প্রধানমন্ত্রী ছিল কিন্তু দেশের উন্নয়নে একটি সাঁকোও নির্মান করেনি। দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। কাজেই যারা উন্নয়নের বিরোধীতা করবে তাদের কেউ ক্ষমা করবে না। আওয়ামীলীগ সরকারের আমলে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যা আমাদেও শেখ হাসিনার সরকারের অবদান। বাংলাদেশের মানুষ এখন পদ্মা সেতুর মত বিশাল সেতু দেখছে। আমরা অচিরেই পাটুরিয়াতে তৃতীয় ট্যানেল নির্মান করতেছি।
পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জের উন্নয়ন নিয়ে বলেন হাওর এলাকার গ্রামাঞ্চলে শতভাগ বিদ্যুৎ পৌছেঁ গেছে। আমরা সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছি। মেডিকেল কলেজের কাজ চলছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন হিসেবে সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ উড়াল সড়ক হবে,সেটার নাম দেয়া হয়েছে শেখ হাসিনা উড়াল সড়ক। দিরাইবাসীর জন্য শাল্লা,আজমীরিগঞ্জ ও বানিয়াচং হবিগঞ্জের সাথে সড়ক নির্মানের কাজ শুরু হয়ে গেছে। জগদল কলকলিয়ার রাস্তা অনুমোদন হয়ে গেছে আমাদের হাতে আরো অনেক কাজ আছে । কাজের সময় ঝগড়া বিবাদ করা ভাল নয়। তিনি আগের দিন দিরাইয়ে এক সভায় জেলা আওয়ামীলীগ সেক্রেটারী এনামুল কবির ইমনের একটি বক্তব্যের প্রতিবাদ কওে বলেন, সে বলে গেছে আমি নাকি সেনবাবুর বাসার কুকুরের জন্য বিস্কুট নিয়ে যাইতাম, কি একটা হাসির কথা,ও বা”চা ছেলে বয়স কম, যে এমন কথা বলে এমন ধরনের মানুষের চাইতে কুকুরকে বিস্কুট খাওয়ানে ভাল।কুকুরের মন মানসিকতা ভাল আছে। আমি সেনবাবুর বাসায় জীবনে বিস্কুট নিয়ে যাই নাই। আমি কি সেনবাবুর বাসায় যাইতে পারিন্ াএটা কুটা দেয়ার বিষয় নয়। রাজনীতিতে মনমানসিকতা পরিস্কার করতে হবে। এই ধরনের সুযোগ সন্ধানী, যারা টাকা কামানোর জন্য রাজনীতি করে তাদেরকে পরিস্কার করতে হবে। তিনি সুনামগঞ্জে রেল লাইন নির্মানে এমপিদের বিরোধিতার কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করে বলেন আমার দলের আমার সহকর্মী ,যাদের আমি সালাম করি সম্মান করি তারা কোন বিবেকে কীভাবে উন্নয়নের বিরোধীকা করে আমি বুঝতে পারিনা। বাধা না দিয়ে উন্নয়নের পক্ষেই কাজ করতে সকলের প্রতি আহবান জানান। তিনি প্রয়াত আওয়ামীলীগ সভাপতি আছাব উদ্দিন সরদারের কথা স্মরন করে বলেন করিমপুর ইউনিয়নের চারবারের নির্বাচিত চেয়ারম্যান একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন।
রোববর বিকাল ৪ টায় সুনামগঞ্জের দিরাই থানা পয়েন্টে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা কমিটির সহসভাপতি সমিরন সরকারের সভাপতিত্বে ও যুবলীগ সভাপতি রঞ্জর কুমার রায়ের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট। আরোও বক্তব্য দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী,তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্দু দাস, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি অবনী মোহন দাস,রেজাউধ করিম শামীম, আবুল কাশেম, দিরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক মেয়র মোশাররফ মিয়া, প্রয়াত সভাপতির ভাতিজা শাহআলম সরদার প্রমূখ।