নিজস্ব প্রতিবেদক, দিশা ডটকম ঃ-দিরাই উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলার বিভিন্ন গ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্দুকযুদ্ধ, খুন, ভাংচুর, লুটপাট, কবরস্থান, শ্মশানের জায়গা জবরদখল ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। তিনি উপজেলার বিভিন্ন জলমহাল ইজারাদারদের উদ্দেশ করে বলেন, শুনেছি হাওরে মাছ ধরতে গেলে বাধা দেয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে শহর থেকে কর্ম হারিয়ে অনেকেই গ্রামে ফিরে এসেছে তাদেরতো খেয়ে বাঁচতে হবে। ইজারাকৃত জলমহালের সীমানার বাইরে কাউকে মাছ ধরতে বাধা দেয়া যাবেনা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাবতে অবাক লাগে আজকাল কবরস্থান, শ্মশানের জায়গাও দখল হচ্ছে, এসব ব্যাপারে দখলদারদের কোন ছাড় না দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়ে জয়া সেনগুপ্তা বলেন, অপরাধীদের কোন দল নেই, এসব ঘটনা সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।এছাড়াও সভায় দিরাই পৌর শহরসহ গ্রামাঞ্চলে মাদককারবারী ও জুয়াড়িদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার পরামর্শ দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লার সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ,সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রদীপ কুমার দাস, , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন,সাংবাদিক মোশাহিদ আহমদ প্রমুখ।